এবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

শনিবার তিনি এই ঘোষণা দিয়ে বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। রাশিয়া ও বেলারুশও এবার সেটা করবে। খবর- এএফপি।

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন পুতিন।

বেলারুশের সঙ্গে ইউক্রেনেরও বড় সীমান্ত রয়েছে।

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।

আরো পড়ুন : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *