বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কালীগঞ্জে ২ বোনের প্রতারণা

ক্রাইম নিউজ জনদুর্ভোগ নারী নারী অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাজীপুরের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শিক্ষাবৃত্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে স্থানীয় নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কালীগঞ্জের খন্দকার সালমা শওমী (৩৫) ও শাহানাজ খন্দকার শাহীন (৪০) নামে দুই বোনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিক জামান।

জানা গেছে, শওমী ও শাহীন সম্পর্কে দুই বোন। দুজন কালীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা পৌর এলাকার দেওয়ান মার্কেট ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস স্থাপন করেছেন।

টিউরী গ্রামের ভুক্তভোগী নুসরাত ফারজানা লোপা (২৭) বলেন, প্রধানমন্ত্রীর নামে হাসুমণির সম্প্রীতি নাম দিয়ে একটি প্রকল্পে শাহীন’স টিউটোরিয়াল নামের একটি প্রতিষ্ঠান খোলা হয়। সেখানে ১০টি পদে স্থানীয় ৩১০ জন নারীকে চাকরি দেওয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রতি পদের জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

দিলরুবা (৩৩) নামের অপর ভুক্তভোগী বলেন, ‘শাহীন’স টিউটোরিয়ালে ২২ হাজার টাকা বেতন, ১ হাজার টাকা হাজিরা বোনাস, রেশন ও ৩ বছর পর পেনশন হিসেবে ৩ লাখ ১৫ হাজার টাকা দেবে বলে ২০ হাজার টাকার বিনিময়ে প্রথমে আমাকে তারা নিয়োগ দেয়। পরে প্রতিষ্ঠান সরকারি হয়ে যাবে বলে আরও ৩০ হাজার টাকা দাবি করে। দিতে না পারলে পরে আরও দুই লাখ টাকা লাগবে বলেও হুমকি দেয়।’

মোক্তারপুর গ্রামের ভুক্তভোগী রিমা আক্তার (৩৫) বলেন, ‘দুই বোনের (শওমী ও শাহীন) প্রতারণার ফাঁদে পা দিয়ে আমি আজ সর্বশান্ত। শিক্ষা বৃত্তি ও চাকরি দেবে বলে আমার মাধ্যমে এলাকার ৪০০ নারীর কাছ থেকে ৪০০ টাকা করে নিয়ে তাদের সদস্য করেছি। স্বামীও ভুল বুঝে বাড়ি ছাড়া করেছে। বাবার বাড়িতে গেলে সেখানেও সদস্যরা ঝামেলা করছে। তাই স্বামীর বাড়ি ও বাপের বাড়ি- কোনো বাড়িতেই এখন থাকতে পারছি না। আমি এখন বাড়ি ছাড়া।’

সোনিয়া আক্তার (৩৪) নামের আরেকজন বলেন, ‘চাকরির জন্য দেওয়া টাকা ও বেতন চাইতে গেলে উল্টো শওমীর স্বামী তিলক দেওয়ান আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে অশ্লীল কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবে বলেও হুমকি দিয়েছে সে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে দেওয়ান মার্কেটে গেলে তাদের অফিস বন্ধ পাওয়া যায়। পরে শওমীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : ফেসবুকে বন্ধুত্ব থেকে প্রেমের ফাঁদে, অবশেষে ‘৮০ লাখ টাকা’ খুইয়েছেন যুবক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *