গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার সুপার নিশাত এ্যঞ্জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যদেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিক্তি পুলিশ সুপার শরিফুল আলম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক দীপুক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, শাহাবুল শাহিন তোতা, জোবায়ের আলী, রোকুজ্জামান রোক, ও কার্তিক চন্দ্র বর্মন।
হত্যাকারীদের গ্রেফতার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সড়ক অবরোধ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের শামীম হত্যার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ দুপুরে এলাকাবাসী আয়োজনে ঠাকুরের দীঘি বাজারে ঘন্টব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের বাসিন্দা শামীমকে গত ১৯ শে ডিসেম্বর ছুড়িকাঘাতে প্রতিপক্ষ একই গ্রামের আফজাল হোসেন,তাহসিন,রিংকুসহ কয়েকজন তাকে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় শামীমকে ওই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গত মঙ্গলবার রাতে শামীম মারা যায়।
এ ব্যাপারে গত ২১ ডিসেম্বর গাইবান্ধা থানায় আফজালসহ ৭জনকে আসামীকরে মামলা দায়ের করা হয়। মামলার কয়েক দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি । ফলে নিহত শামীমের স্বজন ও গ্রামবাসীরা বিক্ষুদ্ধ হয়ে আজ দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দীঘি এলাকায় বিক্ষোভ ,অবরোধ ও মানবন্ধন কর্মসুচি পালন করে । পরে পুলিশের আশ্বাশে সড়ক অবরোধ তুলে নেয়।
গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের নয়া কমিটি গঠন
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নয়া কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমির পদে শহিদুল ইসলাম এবং সেক্রেটারী পদে প্রভাষক হাসান সাঈদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহকারী সেক্রেটারী ও সংগঠন, তারবীদ বিভাগ আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারী আবুল কালাম আজাদ, মিডিয়া-প্রচার ও ৪ নং ওয়ার্ড সভাপতি শাহারুল হুদা রিপন, যুব শাখা সভাপতি আব্দুস ছালাম পলাশ, সেক্রেটারী ফুল মিয়া, ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, ২নং ওয়ার্ড সভাপতি তবিবর রহমান, সেক্রেটারী সিরাজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান মোল্লা দিপু, সেক্রেটারী নাজমুল হাসান, ৪ নং ওয়ার্ড সভাপতি শাহরুল হুদা রিপন, সেক্রেটারী আবুল কাশেম জাহাঙ্গীর, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ মেহেদী, ৬ নং ওয়ার্ড সভাপতি কপিল উদ্দিন মোল্লা বিদ্যুৎ, সেক্রেটারী ফজলুল হক, ৭ নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, সেক্রেটারী সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি গোলাম রহমান, সেক্রেটারী পারভেজ মিয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন, সেক্রেটারী শহীদ মিয়া।
গোবিন্দগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন পালিত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের বর্তমান ডিজিটাল মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের নানা হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌর শহরে অবস্থিত নেসকো’র কার্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি এবং গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ. মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক রওশন আলম সরকার, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হোদা প্রধান টুকু, গাইবান্ধা জেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, বাসদ নেতা রফিকুল ইসলাম রফিক, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, ঠিকাদার শাহাবুবুল আলম মোল্লা মিতু প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফারুক হোসেন
গাইবান্ধা। ।
আরো পড়ুন : আসলে কী ঘটেছিল সহ-সমন্বয়ক খালেদের সঙ্গে