শিক্ষার্থী–ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই ‘কুল ডাউন’ হবে

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ মুক্তমত শিক্ষা

বিশেষ প্রতিবেদক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকানিদের মধ্যে চলা সংঘর্ষ পরিস্থিতি দ্রুতই থামবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, কিছুক্ষণের মধ্যেই এটি কুল ডাউন হবে।’

আরো পড়ুন : শিক্ষার্থী–ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ সকালে; পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ল দুপুরে
গতকাল সোমবার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। দিবাগত রাত আড়াইটার দিকে থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন :শিক্ষার্থী–ব্যবসায়ী সংঘর্ষে সাংবাদিকদের পেটাচ্ছেন দোকানকর্মীরা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোটখাটো ঘটনা থেকে তর্কাতর্কি এবং মারামারি পর্যায়ে চলে এসেছে। ইট-পাটকেল ছোড়াছুড়ি দেখা গেছে। নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। এ সময় ওই এলাকাটি বেশ বিস্তৃত বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন ; রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আরো পড়ুন : আদালতে দাঁড়িয়ে না বলতে পারি, তাহলে কথা বলব কোথায়?’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *