সরকারের ৮২ উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

বিশেষ প্রতিবেদক : সরকারের ৮২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি আদেশে এ পদোন্নতির কথা জানিয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৭৮ জন দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত আছেন। এ ছাড়া চারজন বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

নয় মাস পর যুগ্ম সচিব পদে আবারও পদোন্নতি দেওয়া হলো। এর আগে গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়।

জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয় যুগ্ম সচিব পদটিকে। নিয়ম অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁদের যোগদানপত্র ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

যোগদানের পর তাঁদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। অবশ্য পর্যাপ্ত পদ না থাকায় সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও প্রায় সবাইকে আগের পদেই থাকতে হবে। কয়েক বছর ধরেই এ প্রবণতা চলছে।

আরো পড়ুন : জাতীয় পার্টির সংসদ সদস্যদের হুমকি-ধমকিতে ‘আতঙ্কিত’: হারুনুর রশীদ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *