দিনাজপুরে উদ্যোক্তা বর্গের  জমকালো মহোৎসব

প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য শিল্প প্রতিষ্ঠান

শাহ্ আলম শাহী, নিজস্ব প্রতিবেদক,দিনাজপুর : হরেক রকম বাহারি পোশাক, প্রশাধনী ও পণ্যের নজরকারা কালেকশন নিয়ে দিনাজপুরে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে তিন দিনব্যাপী উদ্যোক্তাদের মহোৎসব।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর উদ্যোক্তা বর্গের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে উদ্যোক্তাদের ২য় মহোৎসদের উদ্বোধন করেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান। দিনাজপুর উদ্যোক্তা বর্গের প্রধান উপদেষ্টা সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন ও দিনাজপুর প্রেসক্লাব এর সভাপতি স্বরূপ বকসি বাচ্চু। উপস্থিত ছিলেন,দিনাজপুর উদ্যোক্তা বর্গের এডমিন সম্পা দাস মৌ সহ জেলার বিশিষ্ট বর্গ।

৩ দিনব্যাপী উদ্যোক্তা মহা উৎসবে স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৫২টি স্টল। সেলফি,আড্ডা,নাচ-গান আর আনন্দ উল্লাস সব মিলিয়ে জমিয়ে রেখেছে উদ্যোক্তাদের ২য় মহোৎসব। আয়োজক দিনাজপুর উদ্যোক্তা বর্গের এডমিন সম্পা দাস মৌ জানান, ‘হরেক রকম বাহারি পোশাক, প্রশাধনী ও পণ্যের নজরকারা কালেকশন আর আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য এবং উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে মুলত এ উৎসবের আয়োজন।’

উৎসবে আগত মোনালিসা জানায়,’এ ধরনের উৎসব আরো বেশি বেশি আয়োজন। যেমন নতুন কালেকশন আছে,তেমনি প্রতিভার প্রসার ঘটেছে,উৎবে।’
উদ্যোক্তাদের তিন দিনব্যাপী এই মহোৎসদের প্রতিদিন বিকেল থেকেই রাত ৮ টা পর্যন্ত আয়োজন আছে,মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের।
উদ্যোক্তাদের ২য় এই মহোৎসরের সমাপ্তি ঘটে আজ শনিবার ( ৩১ ডিসেম্বর) রাত ৮ টায়।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে   নবাবগঞ্জে বাস খাদে পড়ে আহত-১২ 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *