জেনে নিন কোন কারণে ‘কঠোর পন্থা’ অবলম্বন করছেন পুতিন

আন্তর্জাতিক প্রচ্ছদ মুক্তমত

ইউক্রেনে রাশিয়া যে পরিকল্পনা নিয়ে এসেছিল সেই পরিকল্পনা অনুযায়ী সাফল্য পায়নি রাশিয়া।

বিষয়টি রাশিয়া স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো জানিয়েছে, পুতিনের পরিকল্পনা বিফলে গেছে।

তবে পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হওয়ায় পুতিন কঠোর পন্থা অবলম্বন করছেন এবং মারাত্বক অস্ত্র ব্যবহার করছেন। এমনটি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

গণমাধ্যম বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাতকারে লিজ ট্রাস বলেন, ভবিষ্যতে কি হবে এটি আমি জানিনা। তবে আমরা যা জানি তা হলো পুতিনের পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু হচ্ছে না। সে যে রকম আশা করেছিল সে রকম হয়নি।

আর এ কারণে পুতিন কঠোর থেকে কঠোর পন্থা অবলম্বন করছেন। তিনি বিধ্বংসী সব অস্ত্র ব্যবহার করছেন।

রাজধানী কিয়েভের বিষয়ে লিজ ট্রাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কিয়েভের পরিস্থিতি অনেক কঠিন।

কিয়েভ কি রাশিয়ার হতে চলে যাবে কি না এমন প্রশ্নের জবাবে লিজ ট্রাস বলেন, সত্যি করে বলতে পারছি না রাশিয়ার হাতে কিয়েভের দখল যাবে কিনা। রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে কিন্তু কেউ বুঝতে পারেনি ইউক্রেনীয়রা এতটা প্রতিরোধ গড়ে তুলবে।

তাছাড়া তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির প্রশংসা করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে যুক্তরাজ্যের পাঠানো সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা।

সূত্র: বিবিসি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *