রাশিয়ান বাহিনী সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করছে।

আন্তর্জাতিক প্রচ্ছদ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার বাহিনী ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে লড়ছে এবং সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করছে।

তিনি বলেন, রাশিয়াকে রক্ষা করতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করা ছাড়া আর ‘কোনো উপায় ছিল না’ এবং বাহিনী তার লক্ষ্যে পৌঁছাবে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে সোমবার এই খবর প্রকাশ করে বিবিসি অনলাইন।

ভোস্টোচনি স্পেসপোর্টে একটি অনুষ্ঠানে পুতিন আরও বলেন, এভাবেই হবে। এই সম্পর্কে কোনো সংশয় নেই। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ পরিষ্কার। এটা মহৎ কাজ। আর এর প্রধান উদ্দেশ্য হলো দনবাসের মানুষকে সাহায্য করা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে যখন ইউক্রেনে অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন, তখন তিনি বলেছিলেন এই অভিযানের লক্ষ্য হলো ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত করা’। কিন্তু সেই অবস্থান পরিবর্তন করে রাশিয়ার এখন মূল লক্ষ্য ‘দনবাসের স্বাধীনতা’।

আরো পড়ুন: বাংলাদেশের শ্রীলংকা হওয়ার কোনো কারণ নেই

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *