৮৩টির মধ্যে ভোলাহাটের ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অনুসন্ধানী ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ শিক্ষা শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃরফিক সালাম বরকত জাব্বারসহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আজ রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে পালিত হয়ে আসছে দিবসটি। কিন্তু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গড়ে উঠেনি শহীদ মিনার। ভোলাহাট উপজেলায় মোটি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৯ টি মাদ্রাসা রয়েছে ১২টি কলেজ রয়েছে ৫ ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৭ টি। মোট ৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বাঁকী ৭৪ শিক্ষা প্রতিষ্ঠানে আজ পর্যন্ত শহীদ মিনার গড়ে উঠেনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটিতে শহীদ মিনার রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, আমি করোনায় আক্রান্ত। তাছাড়া নতুন যোগদান করায় সঠিক তথ্য জানা নেই বলে জানান।

তবে রামেশ্বর হাই স্কুল মাঠে একটি শহীদ মিনার রয়েছে সেটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহার করা হয়। মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগর আলী বলেন, সরকারি ভাবে শহীদ মিনারের জন্য অনেক দিন পূর্বে আমার প্রতিষ্ঠানে নির্মাণের জন্য তথ্য প্রদান করা হলেও আজ পর্যন্ত নির্মাণের কোন উদ্যোগ নেই। দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবী করেন তিনি।

গোলাম কবির-ভোলাহাটম, চাঁপাইনবাবগঞ্জ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *